নিজস্ব প্রতিবেদক

  ২২ জানুয়ারি, ২০২৩

রাজনীতিতে জনস্বার্থ উপেক্ষিত: বাবলা

ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, স্বাধীনতা অর্জনের ৫১ বছর পরও আমাদের দেশে কতিপয় রাজনৈতিক দল জনস্বার্থের পরিবর্তে গণস্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত। তাদের কাছে দেশের জনস্বার্থ আজ উপেক্ষিত। অধিকাংশ রাজনৈতিক দল যেনতেন উপায়ে ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে বিদেশিদের পেছনে ছুটছেন। বরাবরের মতো আগামী নির্বাচনেও জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

রবিবার (২২ জানুয়ারি) রাজধানীর কদমতলীর বালুর মাঠে কদমতলী থানার ৪টি ওয়ার্ডে প্রায় ১৭ শ পরিবারের মাঝে কম্বল বিতরণের সময় তিনি একথা বলেন। এর আগে শনিবার জুরাইন শেখ কামাল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শ্যামপুরের ৩টি ওয়ার্ডের ১৩ শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন বাবলা।

সংক্ষিপ্ত বক্তব্যে বাবলা বলেন, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরের নির্দেশে জাতীয় পার্টির সকল সংসদ সদস্য ও বিত্তশালী নেতারা তাদের সামর্থ্য অনুযায়ী নিজ নিজ এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারিভাবেও সারাদেশে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। সমাজের সামর্থবান সকল মানুষের উচিত সরকার ও জনপ্রতিনিধিদের পাশাপাশি সমাজে সুবিধা বন্চিত মানুষদের পাশে দাঁড়ানো।

এসময় উপস্থিত ছিলেন শ্যামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম, জাপা কেন্দ্রীয় নেতা শেখ মাসুক রহমান, সুজন দে, কাওসার আহমেদ, ইব্রাহিম মোল্লা, মহানগর নেতা বাবুল আহামেদ মিন্টু প্রমুখ।

পিডিএস/এইচএস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আবুল হোসেন বাবলা,জাতীয় পার্টি,শেখ হাসিনা,রওশন এরশাদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close