reporterঅনলাইন ডেস্ক
  ০৬ ডিসেম্বর, ২০২২

১০ ডিসেম্বরের জন্য আইডিয়ালের সড়কও পাচ্ছে না বিএনপি : ডিএমপি

ফাইল ছবি।

ঢাকায় ১০ ডিসেম্বরের সমাবেশের জন্য নয়া পল্টনের বিকল্প হিসেবে বিএনপি মতিঝিলের আইডিয়াল স্কুলের সামনের সড়কটি চাইলেও তাতে সায় দেয়নি পুলিশ। মঙ্গলবার (৬ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন সাফ জানিয়েছেন, কোনোভাবেই তারা রাস্তায় বা আবাসিক এলাকায় সমাবেশের অনুমতি দেবেন না।

তিনি বলেন, ‘বিএনপিকে সমাবেশ করতে সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে। এরই মধ্যে সেখানে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থাও সাজিয়েছি আমরা। পুলিশ কখনো কাউকে রাস্তায় সমাবেশ, অবস্থান করতে দেবে না। কেউ সেই চেষ্টাও যেন না করে। সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে পুলিশ সব ব্যবস্থা নেবে।’

বিএনপি তাদের ১০ ডিসেম্বরের সমাবেশ করতে চায় নয়া পল্টনে, কিন্তু সরকার বলছে সোহরাওয়ার্দী উদ্যানে করতে। এ নিয়ে টানাপড়েনের মধ্যে বিএনপির পক্ষ থেকে রবিবার জানানো হয়েছিল, ‘গ্রহণযোগ্য বিকল্প’ পেলে তারা তা বিবেচনা করতে পারে।

ঢাকার পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক পরে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও মতিঝিল বিভাগের উপ কমিশনার হায়াতুল ইসলামকে এলাকা ঘুরে বিকল্প স্থান খুঁজে বের করার দায়িত্ব দেন।

বিএনপির প্রচার সম্পাদক ও বিভাগীয় সমাবেশ প্রস্তুতি কমিটির সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আজ মঙ্গলবার বলেন, ‘আমরা বলেছি যে, ১০ ডিসেম্বর বিভাগীয় সমাবেশ করতে চাই। আমরা সোহরাওয়ার্দীতে সমাবেশ করব না। বিকল্প হিসেবে আমরা আইডিয়াল স্কুলের সামনের সড়কটি চেয়েছি। আমরা স্থান দেখেও এসেছি। ডিএমপিও স্থানটি দেখেছে। আমরা বলেছি, বিকল্প স্থানটি ডেড সড়ক। শনিবার এমনিতে এ সড়কে যান চলাচল করে না। আমরা আমাদের বিকল্প স্থানের কথা পুলিশকে জানিয়ে দিয়েছি।’

অন্যদিকে পুলিশ উপ-কমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, ‘তারা আইডিয়ালের কথা মৌখিকভাবে বলেছিলেন। কিন্তু রাস্তায় বা আবাসিক এলাকায় সমাবেশ করা যাবে না।’

বিএনপি এখন কী করবে জানতে চাইলে এ্যানি বলেন, ‘আমরা সোহরাওয়ার্দী উদ্যান চাইনি। আবেদনও করেনি। এটা আমরা মনে করি, অনিরাপদ। সেখানে আমরা কোনো প্রোগ্রাম করব না- এটা আমাদের স্ট্যান্ড। আমরা আশাবাদী, যে বিকল্প জায়গাটির কথা বলেছি, সেখানে সমাবেশ করার বিষয়ে আমাদের পুলিশ সহযোগিতা করবে। বিকল্প স্থানে না দিলে নয়া পল্টনের সড়কেই হবে। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। যদি না দেওয়া হয়, তার দায় তাদের ওপর বর্তাবে।’ এইচএস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আইডিয়াল স্কুল,মতিঝিল,ঢাকা,বিএনপি,ডিএমপি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close