reporterঅনলাইন ডেস্ক
  ০৬ ডিসেম্বর, ২০২২

ছাত্রলীগ সভাপতির হুশিয়ারি

১০ ডিসেম্বর নৈরাজ্য করলে দাঁতভাঙা জবাব

ফাইল ছবি

আগামী ১০ ডিসেম্বর বিএনপি তাদের সমাবেশে কোনো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে ছাত্রলীগের নেতাকর্মীরা এর দাঁতভাঙ্গা জবাব দেবে বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়। মঙ্গলবার (৬ ডিসেম্বর) ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে সভাপতির বক্তব্যে এমন হুঁশিয়ারি দেন তিনি।

ছাত্রলীগ সভাপতি আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কথায় বড় না হয়ে কাজে বড়। বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের নেতাদের ছাত্রত্ব নেই দাবি করে ছাত্রলীগ আল নাহিয়ান খান জয়।

করোনাকালে ছাত্রলীগ মানুষের পাশে থেকেছে দাবি করে তিনি বলেন, অন্যান্য ছাত্র সংগঠনগুলো করোনাকালে মানুষের জন্য কাজ করেনি বরং ষড়যন্ত্র করেছে।

আল নাহিয়ান খান জয় বলেন, এখন আর দেশে টেন্ডারবাজি হয় না। শিক্ষা প্রতিষ্ঠানে চার বছরে অনার্স, এক বছরে মাস্টার্স হয়।

বক্তব্যের শেষ দিকে গণমাধ্যমের সমালোচনা করে ছাত্রলীগ সভাপতি বলেন, গণমাধ্যম শুধু ছাত্রলীগের নেতিবাচক দিকগুলো তুলে ধরে। তাদের অর্জনগুলো তুলে ধরে না। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে ছাত্রলীগের সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ছাত্রলীগ,কেন্দ্রীয় সম্মেলন,কেন্দ্রীয় সভাপতি,আল নাহিয়ান খান জয়,ঢাবি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close