reporterঅনলাইন ডেস্ক
  ০৬ ডিসেম্বর, ২০২২

ছাত্রলীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

ছাত্রলীগের ৩০তম সম্মেলন উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন উদ্বোধন করেন শেখ হাসিনা।

জাতীয় সংগীতের পর দলীয় সংগীতের পরিবেশনের সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ সম্মেলন উদ্বোধন করা হয়। এসময় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

ভোর থেকেই ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হন সোহরাওয়ার্দী উদ্যানে। সম্মেলনের উদ্বোধনের আগেই মূল প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রধানমন্ত্রী ও আওয়মী লীগের দলীয় প্রধান মঞ্চে উপস্থিত হলে নেতাকর্মীরা স্নোগান দিয়ে তাকে অভিনন্দন জানান। সবার মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। কারণ এই সম্মেলন থেকেই আসবে ছাত্রলীগের ভবিষ্যৎ নেতৃত্ব।

সোহরাওয়ার্দীতে ছাত্রলীগের সম্মেলন মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : ভিডিও থেকে ধারণকৃত

এর আগে ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ১০ ও ১১ মে। তারপর নানা ঘটনা পরিক্রমায় চার বছর সাত মাস পর অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। এইচএস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ছাত্রলীগ,শেখ হাসিনা,প্রধানমন্ত্রী,আওয়ামী লীগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close