reporterঅনলাইন ডেস্ক
  ২৪ নভেম্বর, ২০২২

ইডেন ছাত্রলীগের ১৪ নেত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

ছবি : সংগৃহীত

‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে’ গত ২৫ সেপ্টেম্বর ইডেন কলেজ ছাত্রলীগের ১৪ নেত্রীকে বহিষ্কার করে সংগঠন। বুধবার (২৩ নভেম্বর) রাতে তাদের ওপর থেকে সেই বহিষ্কারাদেশ তুলে নিয়েছে সংগঠনটি।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই আদেশ প্রত্যাহার করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, নিজ আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ছাত্রলীগ, ইডেন মহিলা কলেজ শাখার সহ-সভাপতি সোনালি আক্তার, সুস্মিতা বাড়ৈ, জেবুন্নাহার শিলা, কল্পনা বেগম, আফরোজা রশ্মি, মারজানা উর্মি, সানজিদা পারভীন চৌধুরী, এস এম মিলি, সাদিয়া জাহান সাথী, যুগ্ম-সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিন্তি এবং কর্মী রাফিয়া নীলা, নোশিন শার্মিলী, জান্নাতুল লিমা এবং সূচনা আক্তারের উপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর সংগঠনকে ব্যাবহার করে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সিট বাণিজ্যের অভিযোগ ওঠে শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রীভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বিরুদ্ধে। এই ঘটনায় বেশ কিছুদিন ধরে উত্তপ্ত ছিল কলেজ ক্যাম্পাস। দুই বার মুখোমুখি অবস্থান ও মারামারির ঘটনাও ঘটে দুই পক্ষের। এরই পরিপ্রেক্ষিতে সংগঠনের ‘শৃঙ্খলা ভঙ্গের দায়ে’ এদের বহিষ্কার করা হয়েছিল।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ছাত্রলীগ,ইডেন মহিলা কলেজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close