reporterঅনলাইন ডেস্ক
  ২৪ নভেম্বর, ২০২২

প্রধানমন্ত্রীর জনসভা

নেতাকর্মীদের মিছিলে মিছিলে মুখরিত যশোর 

ছবি : সংগৃহীত

দীর্ঘ পাঁচ বছর পর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে কেন্দ্র করে মিছিলের নগরীতে পরিণত হয়েছে গোটা যশোর শহর। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল থেকে আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করতে থাকেন। ৯টার পর যশোর স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হলে মিছিল নিয়ে তারা জনসভা মাঠে প্রবেশ করতে থাকেন।

দলীয় সূত্রে জানা গেছে, সীমান্ত জেলা শার্শা উপজেলার সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের নেতৃত্বে বিরাট এক মিছিল শহরে প্রবেশ করে। ইঞ্জিনচালিত ভ্যানে চড়ে আফিল উদ্দিন মিছিলে নেতৃত্ব দেন। এছাড়া অসংখ্য ছোট-বড় মিছিল শহরকে উৎসবমুখর করে তুলেছে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যশোর স্টেডিয়ামে আজ দুপুরে জনসভায় ভাষণ দেবেন। ৫০ বছর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্টেডিয়ামেই ঐতিহাসিক জনসভায় ভাষণ দিয়েছিলেন। এই মাঠে বঙ্গবন্ধুকন্যার এটাই প্রথম জনসভা। এতে খুলনা বিভাগের ১০টি জেলা ও গোপালগঞ্জ থেকেও নেতাকর্মী অংশ নেবেন। আওয়ামী লীগ নেতারা বলছেন, উপস্থিতির সংখ্যা পাঁচ থেকে সাত লাখ হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যশোর,আওয়ামী লীগ,শেখ হাসিনা,প্রধানমন্ত্রী,বঙ্গবন্ধু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close