নিজস্ব প্রতিবেদক

  ০৬ অক্টোবর, ২০২২

ভোটিং মেশিনে নির্বাচনে যেতে আপত্তি নেই : রওশন এরশাদ

বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি। ফাইল ছবি

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচনে যেতে আপত্তি নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ। তিনি বলেন, ‘ইভিএমে নির্বাচন নতুন কথা নয়। ইভিএমে নির্বাচন আমাদের দেশেও হবে। আমরা ইভিএমে নির্বাচন করব। আমরা এখন ফাইভ জির যুগে চলে এসেছি, ইভিএমে ভোট করতে অসুবিধা কোথায়?’

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে জাতীয় পার্টির দশম কাউন্সিল উপলক্ষে সংবাদ সম্মেলনে বিদেশ থেকে ভিডিওবার্তার মাধ্যমে এসব কথা বলেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক। তার পক্ষে সংবাদ সম্মেলনে কথা বলেন বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব ও জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব গোলাম মসীহ্। বর্তমান অসুস্থতা নিয়ে বিদেশে চিকিৎসাধীন বিরোধীদলীয় নেতা।

রওশন এরশাদ বলেন, নির্বাচনে যারাই জেতে, তারাই বলে নির্বাচন ফেয়ার হয়েছে, আর যারা হারে তারা বলে ভোটে কারচুপি হয়েছে, আনফেয়ার হয়েছে। জাতীয় পার্টি সব সময় নির্বাচনমুখী। আগামী নির্বাচনেও জাতীয় পার্টি অংশগ্রহণ করবে এবং ভালো করবে বলে আশা করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, জাতীয় পার্টির গঠনতন্ত্রে অনেক পরিবর্তন আনা হয়েছে, যা ঠিক হয়নি। চেয়ারম্যানের একক ক্ষমতা, এটা ঠিক হয়নি। অতীতে যারা জাতীয় পার্টি করেছেন, নানা কারণে দল থেকে চলে গেছেন, তাদের দলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমার শরীর এখন অনেকটাই সুস্থ। চলতি অক্টোবরে আমি দেশে ফিরব। আমি মনে করি, জাতীয় পার্টি থেকে যারা চলে গেছেন তারা সবাই যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে জাতীয় পার্টি আগামী নির্বাচনে ভালো করবে। আগামী নির্বাচন ভালো হবে, দেশের মানুষ ভালো থাকবে।’

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের মৃত্যুর পর দল অনেকটা দুর্বল এবং এলোমেলো হয়ে পড়েছে বলে অভিযোগ করে রওশন এরশাদ বলেন, ‘দলকে শক্তভাবে দাঁড় করাতে হবে, বহিষ্কৃত এবং নিষ্ক্রিয়দের দলে ফেরাতে হবে, যাতে আগামী নির্বাচনটা ভালোভাবে করতে পারি।’

রওশন এরশাদ বলেন, ‘আমি জানি, নির্বাচন দেওয়া হবে, ভালো নির্বাচন হবে এবং দেশটা এগিয়ে যাওয়ার জন্য তারা কাজ করবে, যারা জিতে আসবে। দেশবাসী নিশ্চয়ই ভালো থাকবে নির্বাচনে। ইনশাআল্লাহ ভালো ফলাফলই হবে।’

যদিও জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ইভিএম পদ্ধতিতে নির্বাচনের ঘোর বিরোধিতা করে আসছে। রওশন এরশাদের বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক বলেন, ‘আমরা দোয়া করি, তিনি সুস্থ হয়ে উঠুন, ভালো থাকুন। কিন্তু তিনি ইভিএম নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটা জাতীয় পার্টির নয়। আমরা প্রেসিডিয়ামের বৈঠকে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েই ইভিএমের বিরোধিতা করছি। কারণ ইভিএমের প্রতি মানুষের কোনো আস্থা নেই। মানুষের মধ্যে ইভিএম নিয়ে আতঙ্ক ঢুকে গেছে। কারণ এটার নিয়ন্ত্রণ সরকারের হাতে। সে কারণে আমরা ইভিএমের বিরোধিতা করছি।’

সংবাদ সম্মেলনে গোলাম মসীহ ছাড়াও দেলোয়ার হোসেন খান, এস এম এম আলম, জিয়াউল হক মৃধা, এম এ গোফরান, জাফর ইকবাল সিদ্দিকী, নুরুল ইসলাম, ফখরুজ্জামান জাহাঙ্গীর, ইকবাল হোসেন ও কাজী মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভোটিং মেশিন,নির্বাচনে যেতে আপত্তি নেই,রওশন এরশাদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close