জিয়াউদ্দিন রাজু

  ০৩ অক্টোবর, ২০২২

আ.লীগের মনোনয়ন বোর্ডের সভা মঙ্গলবার

সাংগঠনিক জট খুলতে আসছে একগুচ্ছ সিদ্ধান্ত 

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের রাষ্ট্রীয় সফর শেষে মঙ্গলবার দেশে ফিরছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে এসেই দলীয় বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন তিনি।

দলের নেতারা জানান, প্রধানমন্ত্রী দেশে ফিরলে দলীয় বেশ কিছু বিষয়ের জট খুলতে পারে। ফরিদপুর-২ আসনে উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত, অভ্যন্তরীণ কোন্দল, দলের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ ও সহযোগী সংগঠনগুলোর সম্মেলনের তারিখ চূড়ান্ত করার সিদ্ধান্তসহ দলের অভ্যন্তরীণ একাধিক বিষয়ে তৃণমূলে বার্তা দিতে পারে আওয়ামী লীগের হাইকমান্ড।

দলীয় সূত্রে জানা গেছে, আজ বিকাল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হবে। সভায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া ফরিদপুর-২ এবং স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হবে। আসনটির উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন প্রায় ১৭ জন। এর মধ্যে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন হেভিওয়েট তিনজন। এর মধ্যে সৈয়দা সাজেদা চৌধুরীর দুই ছেলে আয়মন আকবর চৌধুরী ও শাহদাব আকবর চৌধুরী এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বিপুল ঘোষও আছেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একজন শীর্ষ নেতা জানিয়েছেন, আসনটিতে নৌকার মনোনয়নের দৌড়ে আছে প্রয়াত সাজেদা চৌধুরীর পরিবার। দুই ছেলের মধ্যে একজন নৌকার মনোনয়ন পেতে পারেন। তবে মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

দলের কয়েকজন নেতার ভাষ্য, আগামী কয়েক দিনের মধ্যে হতে পারে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক। বৈঠকে দলের অভ্যন্তরীণ একাধিক বিষয়ে সিদ্ধান্ত আসতে যাচ্ছে। বিশেষ করে নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দলের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের সম্মেলনের বিষয়টিও আছে। সংগঠনের সম্মেলনের দিনক্ষণ চূড়ান্ত করবেন ছাত্রলীগের অভিভাবক শেখ হাসিনা। একই সঙ্গে দলের সহযোগী সংগঠন শ্রমিক লীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতী লীগ ও মৎস্যজীবী লীগের সম্মেলন হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগের সম্মেলন হওয়ারও কথা রয়েছে। প্রথা অনুযায়ী, মূল দল কেন্দ্রীয় আওয়ামী লীগের আগে এসব সহযোগী সংগঠনের সম্মেলন হয়।

কেন্দ্রীয় আওয়ামী লীগের বর্তমান কমিটির মেয়দ শেষ হতে যাচ্ছে চলতি বছরের ডিসেম্বরে। দলের সভাপতি শেখ হাসিনা এরই মধ্যে আগামী ডিসেম্বরে দলের জাতীয় সম্মেলনের ঘোষণাও দিয়েছেন। এ উপলক্ষে সারা দেশে দলকে ঢেলে সাজানোর প্রস্তুতি চলছে। এর পরের বছর অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বরে অথবা ২০২৪ সালের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। এত সব বিষয় সামনে রেখে সারা দেশে জেলা, উপজেলা তথা তৃণমূলপর্যায়ে কমিটি গঠন ও দলীয় দ্বন্দ্ব নিরসনে কাজ করছেন আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা।

দলের একাদিক নেতার সঙ্গে আলাপকালে জানা গেছে, দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় সফরে বিদেশে থাকাকালীন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর এবং বিভিন্ন জেলাপর্যায়ের নেতা ও এমপিরা অপ্রত্যাশিত আচরণ করেছেন। অন্যদিকে ইডেন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি, অতঃপর উভয় পক্ষের দায়িত্বহীন বক্তব্যসহ ছাত্রলীগের সার্বিক কর্মকাণ্ডেও ক্ষুব্ধ আওয়ামী লীগ সভাপতি। ফলে দলের এসব বিষয়ে লেগে থাকা জট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে খুলতে থাকবে।

গতবারের মতো এবারও নির্বাচনের আগে জেলা নেতাদের ডেকে সরাসরি কথা বলবেন দলীয় সভাপতি শেখ হাসিনা। চলতি মাস অক্টোবর অথবা নভেম্বরের মধ্যেই বর্ধিত সভাটি হতে পারে বলে জানা গেছে।

এসব বিষয়ে জানতে চাইলে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রতিদিনের সংবাদকে বলেন, মেয়াদোত্তীর্ণ সব সংগঠনেরই সম্মেলন হবে। প্রধানমন্ত্রী তারিখ চূড়ান্ত করবেন। ছাত্রলীগেরও সম্মেলন হবে। এ বিষয়ে সবাই মানসিক প্রস্তুতিও নিচ্ছেন। কেউ অভিযুক্ত থাকলে তার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ থাকলে ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

দলীয় সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে দলের তৃণমূল কীভাবে আরো শক্তিশালী করা যায় সে বিষয়ে তিনি সারা দেশে বার্তা দেবেন। একই দলের মধ্যে কেউ বিশৃঙ্খলা করলে তাদের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। আওয়ামী লীগের কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আ.লীগের মনোনয়ন বোর্ডের সভা,সাংগঠনিক জট,একগুচ্ছ সিদ্ধান্ত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close