reporterঅনলাইন ডেস্ক
  ১১ আগস্ট, ২০২২

বিকেলে জরুরি সভায় বসবে আ.লীগ

শোকাবহ আগস্ট মাসের ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য বৃহস্পতিবার (১১ আগস্ট) জরুরি সভায় বসবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বিকেল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওই সভার আহ্বান করেছেন। সেই সঙ্গে এতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ ছাড়াও সহযোগী সংগঠনসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকদের অংশ নিতে আহ্বান জানানো হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আওয়ামী লীগ,সভা,কর্মসূচি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close