reporterঅনলাইন ডেস্ক
  ০২ জুলাই, ২০২২

আওয়ামী লীগ নেতা মুকুল বোস মারা গেছেন

ছবি : প্রতিদিনের সংবাদ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুকুল বোস (৬৮) মারা গেছেন। বাংলাদেশ সময় শনিবার (২ জুলাই) ভোরে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে মৃত্যু হয় তার। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিষয়টি জানিয়েছেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে মুকুল বোস স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

শ্রীমুকুল বোসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীস আরও অনেকে।

আওয়ামী লীগের সবশেষ কাউন্সিলের পর ২০১৭ সালের ১ জানুয়ারি মুকুল বোসকে দলটির উপদেষ্টামণ্ডলীর সদস্য করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আ.লীগ,মুকুল বোস,সংস্কারপন্থী নেতা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close