reporterঅনলাইন ডেস্ক
  ১৯ জানুয়ারি, ২০২২

এবার বিএনপি থেকেই বহিষ্কার তৈমূর ও কামাল

নারায়ণগঞ্জের পরাজিত মেয়রপ্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে তাকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

মঙ্গলবার (১৮ জানুয়াির) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানােনা হয়েছে।

এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগে বিএনপির গঠনতন্ত্র মোতাবেক আপনাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

এ বিষয়ে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, আমি কোনো চিঠি পাইনি। তবে যদি বহিষ্কার করা হয়ে থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই।

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এটিএম কামালকেও বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের চিফ এজেন্ট হিসেবে কাজ করে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ করেছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিএনপি,অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close