reporterঅনলাইন ডেস্ক
  ২৬ অক্টোবর, ২০২১

উভয়পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া

শান্তি সমাবেশে এসে সংঘর্ষে জড়াল বিএনপি

ছবি : সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করতে এসে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছেন বিএনপি নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৬ অক্টোর) বেলা সাড়ে ১১টার সময় উভয় পক্ষের এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে বিএনপি মঙ্গলবার সম্প্রীতি সমাবেশ করে। এরপর কেন্দ্রীয় অফিস থেকে মিছিল নিয়ে নাইটিঙ্গেল মোড়ের যাওয়ার পর পুলিশের সঙ্গে বিএনপির নেতা–কর্মীদের সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল, ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ার ঘটনা ঘটে। পরে বিএনপির নেতা–কর্মীরা বিভিন্ন গলিতে অবস্থান নেন।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সমাবেশে আসার আগে তাঁদের ৫০ জনের বেশি নেতা–কর্মীকে আটক করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মতিঝিল জোনের উপকমিশনার (ডিসি) আবদুল আহাদ বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে আমরা বাধা দিইনি। তাদের মিছিলের অনুমতি ছিল না। তবু তারা মিছিল করছিল। তাতে কোনো বাধা ছিল না, কিন্তু মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকলে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা ধাওয়া দেয়।

এর আগে, সমাবেশকে কেন্দ্র করে সকাল ১০টা থেকে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে পারে এই আশঙ্কায় আগে থেকে সমাবেশস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিএনপি,শান্তি সমাবেশ,পুলিশ,সংঘর্ষ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close