reporterঅনলাইন ডেস্ক
  ১২ অক্টোবর, ২০২১

স্বাস্থ্যগত জটিলতায় খালেদা জিয়া

ফাইল ছবি

ক্রমশ দুর্বল হয়ে পড়ছেন বিএনপিনেত্রী বেগম খালেদা জিয়া। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে তার শরীরে নানা ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে। তাই স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারো হাসপাতালে যাচ্ছেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান সকালে এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন খালেদা জিয়া।

তারা আরো জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কিছু স্বাস্থ্যগত পরীক্ষার প্রয়োজন রয়েছে। তাই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে বিকেল ৩টায় তিনি বাসা থেকে বের হবেন।

এর আগে গত ১০ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি। ২৭ এপ্রিল তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৫৪ দিন পর ১৯ জুন তিনি গুলশানের বাসায় ফেরেন। একমাস পর ১৯ জুলাই তিনি করোনা টিকার প্রথম ডোজ এবং ১৮ আগস্ট দ্বিতীয় ডোজ নেন। আজ আবার তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনাভাইরাস,স্বাস্থ্যগত জটিলতা,খালেদা জিয়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close