reporterঅনলাইন ডেস্ক
  ১৯ সেপ্টেম্বর, ২০২১

নূরুল হুদার মতো সিইসি খুঁজছে সরকার : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কে এম নূরুল হুদার মতো প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খুঁজছে সরকার।

রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানে একটি আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

‘স্বাধীন নির্বাচন কমিশন ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের ভূমিকা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে গণতন্ত্র ফোরাম।

রিজভী বলেন, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার আবারও কে এম নূরুল হুদার মতো প্রধান নির্বাচন কমিশনার খুঁজছে। তারা আবারও বিনা ভোটের এবং রাতের নির্বাচন করতে চাচ্ছে।

তিনি বলেন, জনগণ নয় সিইসি নূরুল হুদার মতো আজ্ঞাবহ লোকের উপরই ভরসা রাখতে চায় সরকার।

দেশের সব জাতীয়তাবাদী শক্তিকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে বিএনপির এ যুগ্ম মহাসচিব বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্দলীয়–নিরপেক্ষ সরকার প্রয়োজন। তাই গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, কেন্দ্রীয় কমিটির সদস্য রাজিয়া আলম, আবদুর রহিম, সাবেক এমপি মাসুদ অরুণ, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ বক্তব্য দেন।

পিডিএসও/এসএমএস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সরকার,রিজভী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close