reporterঅনলাইন ডেস্ক
  ১৮ জুন, ২০২১

বললেন ওবায়দুল কাদের

ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর বিএনপির রাজনীতি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক ও সহিংসতার পৃষ্ঠপোষক বিএনপির হাতে এ দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়। তিনি বলেন, বিএনপির রাজনীতি ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর।

শুক্রবার সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, দেশের গণতান্ত্রিক, প্রাকৃতিক ও রাজনৈতিক পরিবেশ নষ্টের মূল কুশীলব ও কারিগর হচ্ছে বিএনপি। দলটির হত্যা, খুন ও সন্ত্রাসের রাজনীতি দেশকে পিছিয়ে দিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বিএনপির হাতে ক্ষমতা গেলে দেশ আবার অন্ধকারে তলিয়ে যাবে, আবারও লাশের পাহাড় হবে। প্রতিশোধপ্রবণ বিএনপি ক্ষমতা পেলে দেশে রক্তের বন্যা বইয়ে দেবে।

‘বিএনপি নেতাদের বক্তব্য শুনলে মনে হয় বাংলাদেশের মানুষ নরক যন্ত্রণার মধ্যে আছে’ এমন মন্তব্য করে তিনি বলেন, বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশ গতবারের চেয়ে সাত ধাপ এগিয়েছে।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে এখন দুইটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। প্রথমটি করোনা, দ্বিতীয়টি হচ্ছে উগ্র-সাম্প্রদায়িকতা। করোনা প্রতিরোধের পাশাপাশি উগ্র-সাম্প্রদায়িকতাকে মোকাবিলা করতে হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজনীতি,ওবায়দুল কাদের,আওয়ামী লীগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close