reporterঅনলাইন ডেস্ক
  ০৩ মে, ২০২১

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, সিসিইউতে স্থানান্তর

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতির দিকে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। ইতোমধ্যে খালেদা জিয়াকে একই হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।

সোমবার বিকেলে পৌনে ৫ টায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের  সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ম্যাডামকে সিসিইউতে নেওয়া হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। পরে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন : এবার ঈদে ছুটি কতদিন জানালেন মন্ত্রিপরিষদ সচিব

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর থেকে গুলশানের বাসা ‘ফিরোজায়’ তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এফএম সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসা শুরু হয়। ১৪ দিন অতিক্রান্ত হওয়ার পর দ্বিতীয়বারের মতো খালেদা জিয়ার করোনা টেস্ট হলেও ফলাফল পজিটিভ আসে। এরপর ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে খালেদা জিয়ার চিকিৎসার জন্য অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।

আরও পড়ুন : মমতার তৃণমূলকে জেতানো নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত!

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিসিইউতে স্থানান্তর,খালেদা জিয়া,স্বাস্থ্য,অবনতি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close