reporterঅনলাইন ডেস্ক
  ২৮ ফেব্রুয়ারি, ২০২১

রাজধানীতে ছাত্রদল-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত অর্ধশতাধিক

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের সঙ্গে ছাত্রদল কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার সকাল ১১টার দিকে প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন ছাত্রদল কর্মীরা। সংঘর্ষে পুলিশ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

জানা যায়, এ দিন সকাল ১০টায় প্রেসক্লাবের ভেতর বিক্ষোভ সমাবেশ শুরু করেন ছাত্রদল কর্মীরা। এ সময় প্রেসক্লাবের গেটের বাইরে অবস্থান নেয় পুলিশ। পরে ১১টার দিকে ছাত্রদল কর্মীরা গেটের বাইরে এলে তাদের সঙ্গে প্রথম দফায় সংঘর্ষ হয় পুলিশের। এ সময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরে দ্বিতীয় দফায় আবারও গেটের বাইরে এসে স্লোগান দিতে থাকেন বিক্ষোভরত ছাত্রদল কর্মীরা। এ সময় প্রেসক্লাবের ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন তারা।

উল্লেখ্য, সম্প্রতি কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে ছাত্রদল।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ধাওয়া-পাল্টা ধাওয়া,রাজধানী,ছাত্রদল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close