reporterঅনলাইন ডেস্ক
  ২৪ ফেব্রুয়ারি, ২০২১

চসিক নির্বাচনের ফল বাতিল চেয়ে মামলা

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ফল বাতিল চেয়ে মামলা করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। মামলায় নির্বাচন কমিশনারসহ ৯ জনকে আসামি করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক খাইরুল আমিনের আদালতে মামলাটি করেন তিনি।

যে ৯ জনকে আসামি করা হয়েছে—চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, নির্বাচন কমিশনার সচিব এবং প্রধান নির্বাচন কমিশনার। বাকি বিবাদীরা হলেন—মেয়রপ্রার্থী আবুল মনজুর, এম এ মতিন, খোকন চৌধুরী, মুহাম্মাদ ওয়াহেদ মুরাদ এবং জান্নাতুল ইসলাম।

গত ২৭ জানুয়ারি চসিক নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচনের পর থেকে কারচুপির অভিযোগ করে আসছিলেন শাহাদাত হোসেন ও তার দল বিএনপি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মামলা,চসিক নির্বাচন,ফল বাতিল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close