reporterঅনলাইন ডেস্ক
  ১৩ সেপ্টেম্বর, ২০২০

ঢাকা-৫ আসনে সালাউদ্দিন, নওগাঁ-৬ এ বিএনপির প্রার্থী রেজাউল

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। রোববার দলের চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। শায়রুল বলেন, ঢাকা-৫ আসনে সালাউদ্দিন আহমেদ এবং নওগাঁ-৬ আসনে শেখ মো. রেজাউল ইসলাম বিএনপির মনোনয়ন পেয়েছেন। এর আগে গত সোমবার স্থানীয় সরকারসহ সব উপনির্বাচনে অংশ নেয়ার কথা জানায় বিএনপি।

ওইদিন গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের বরাবরই সিদ্ধান্ত ছিল নির্বাচনে অংশ নেয়ার। শুধু কোভিড-১৯ এর কারণে গত দুটি উপনির্বাচনে (যশোর ও বগুড়া) যোগ দিয়েও পরবর্তীকালে প্রচারণায় যাইনি, আমরা সরে দাঁড়িয়েছি। উপজেলা নির্বাচনসহ স্থানীয় নির্বাচনগুলোতে আমরা অংশগ্রহণ করব সে সিদ্ধান্তই আছে।’ তিনি বলেন, সে অনুযায়ী আমরা ঢাকা-৫, ঢাকা-১৮, নওগাঁ-৫ ও সিরাজগঞ্জ-১ উপনির্বাচনে অংশ নেব।

শূন্য হওয়া চারটি আসনের উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করে বিএনপি। দলের চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ভার্চুয়ালি সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রম শুরু হয়।

ঢাকা-৫ আসনের হাবিবুর রহমান মোল্লা ও নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম মারা যাওয়ায় আসন দুটি শূন্য হয়। নির্বাচন কমিশন জানায়, আগামী ১৭ অক্টোবর ঢাকা-৫ ও নওগাঁ-৬ শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিএনপি,প্রার্থী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close