নিজস্ব প্রতিবেদক

  ১৩ মে, ২০২০

সোহেলে উজ্জ্বল ৫২নং ওয়ার্ড যুবলীগ

করোনার এ মহামারি কালে রাজধানীর উত্তরার বেশ কয়েকটি ওয়ার্ডে স্থানীয় যুবলীগ নেতারা প্রসংশনীয় উদ্যোগ নিয়ে সামনে এগিয়ে এসেছেন। উত্তরার যুবলীগ নেতারা যে যেভাবে পারছেন, সমাজের না খেয়ে থাকা মানুষের পাশে থাকার সাধ্যমতো চেষ্টাও করে যাচ্ছেন। এটি রাজধানীর অন্য এলাকায় তেমন একটা দেখা না গেলেও উত্তরার বিষয়টি বেশ প্রশংসনীয়।

উত্তরা ৫২নং ওয়ার্ডের সোহেল মিয়ার উদ্যোগ তেমনি প্রশংসার দাবী রাখে। তিনি এবং তার টিমমেটরা করোনার প্রাদুর্ভাবের শুরু থেকে প্রতিদিন কিছু না কিছু তুলে দিচ্ছেন গরীব মানুষের মুখে। সমাজের বিত্তবান মানুষেরা যেখানে চুপ করে ঘরে বসে আছে, ঠিক এমন একটি সময়ে যুবলীগের সোহেল প্রায় ৫ শতাধিক পরিবারের পাশে দাঁড়িয়েছে। এর বাইরে পবিত্র রমজান মাসের শুরু থেকে প্রতিদিন প্রায় শতাধিক লোকজনকে ইফতার পরিবশেন করছেন। করোনা ঝুঁকির মুখে থেকে এটি করতে গিয়ে তারা অনেক ত্যাগ স্বীকার করে আসছেন। তারপরও থেমে থাকতে রাজি নয় তিতুমীর কলেজ ছাত্রলীগের সাবেক এ নেতা। বর্তমানে তার কোন রাজনৈতিক পদ পদবি না থাকলেও কাজ করে যাচ্ছেন মানুষের জন্য। তবে দল চাইলে তিনি এ ওয়ার্ডের সভাপতি হতে চান। যুবলীগের বর্তমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের হাত ধরে এ ওয়ার্ডে রাজনীতি শুরু করেন তিনি। নব গঠিত উত্তর সিটির নতুন এ ওয়ার্ডে প্রথমবার নির্বাচন করতে এসে ভালো ভোট পেয়ে পরাজিত হন। তারপর থেকেই এ ওয়ার্ডের রাজনীতিতে শক্ত জায়গা করে নেন তিনি।

যুবলীগ নেতা সোহেল মিয়া প্রতিবেদককে বলেন, রাজনীতি বা জনপ্রতিনিধিত্ব করতে চাই মানুষের জন্য। এখন পৃথিবীব্যাপী চলা এ মহামারি বা খাদ্য সংকটের সময় না দাড়ালে মানুষ কি আমাকে ক্ষমা করবে? তাছাড়া আমার নেতা যুবলীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সামর্থ্য অনুযায়ী গরীবের পাশে দাঁড়ানোর জন্য বলেছেন, তাই সেটাকেও কর্তব্য মনে করছি। তার চেয়ে বড় কথা হচ্ছে, এ সংকটে কিছু মানুষের মুখে খাবার তুলে দিতে পারছি এটাকেও বড় সুযোগ মনে করছি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সোহেল,উজ্জ্বল,যুবলীগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close