reporterঅনলাইন ডেস্ক
  ১৭ জানুয়ারি, ২০২০

সাংবাদিকদের ওবায়দুল কাদের

নির্বাচন নিয়ে সরকারকে দোষারোপ করা অযৌক্তিক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে সরকারকে দোষারোপ করা অযৌক্তিক বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। এ ধর্মীয় উৎসবের প্রতি সম্মান দেখিয়ে তাদের সঙ্গে ইসি আলাপ-আলোচনা করে একটা সমাধান করতে পারে। নির্বাচন আগানো বা পেছানো ইসির এখতিয়ার। এ ব্যাপারে আমাদের সরকারের কোনো কিছু বলার বা করার ছিল না। এখানে সরকারকে দোষারোপ করা অযোক্তিক।

হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে আলাপ-আলোচনা করে এ সমস্যার সমাধান করা উচিত বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাহবুব-উল আলম হানিফ, আবদুস সোবাহান গোলাগসহ আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলির সদস্যরা।

প্রসঙ্গত, ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে ভোটের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এদিন সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা। হিন্দু ধর্মাবলম্বীরা পূজার দিনে ভোটের তারিখ বদলানোর দাবি জানিয়ে আসছেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আওয়ামী লীগ,ওবায়দুল কাদের,সরস্বতী পূজা,ইসি,নির্বাচন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close