reporterঅনলাইন ডেস্ক
  ২১ ফেব্রুয়ারি, ২০২৩

শাকিলা নাছরিন পাপিয়া

আবার ফিরব আমি

বর্ণহীন, স্বপ্নহীন এই নিরানন্দ সময়

যদি ফুরায় সহসা

সব লেনদেন চুকিয়ে যদি চলে যাই

প্রিয় যা আছে পিছু ফেলে,

ফিরব আবার সেই কোল জুড়ে

এ জন্ম যেথায় রয়ে গেল অস্পর্শ।

আবার জন্মাব আমি

অপ্রিয়জনের গৃহে।

পদচিহ্ন রাখব আমি

অপ্রিয় অঙ্গন জুড়ে।

আবার আসব আমি

এজন্মে যেথায় জমা ঘৃণা আর অবহেলা

আবার ভিজব আমি

যেথায় ঋণ রয়ে গেল প্রেম আর আঁখিজলের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close