reporterঅনলাইন ডেস্ক
  ২১ ফেব্রুয়ারি, ২০২৩

সুলতানা ফিরদৌসী

শহীদ মিনার

রৌদ্র ঝলমল দিন। শহীদ মিনার

ফুলে ফুলে প্লাবিত। বেদিতে বহু পদধূলি,

মানুষের ঢল একুশে ফেব্রুয়ারিতে ছেঁয়ে যায়।

ছোট-বড় সকল বয়সের আনাগোনা। ফুলের ছড়াছড়ি,

‘আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি’।

সময়ের সিঁড়ি বেয়ে লুপ্ত দিনগুলো

কেবলই মনে করে দেয় তাদের মুখ।

রফিক, বরকতসহ বহু তাজা

বাঙালি সাহসী প্রাণের বিনিময়ে

আমাদের গর্বিত ভাষার ইতিহাস।

আমাদের ভাইদের রক্তে ভেসেছে

প্রিয় শহীদ মিনার, তোমাকে শ্রদ্ধা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close