reporterঅনলাইন ডেস্ক
  ২১ ফেব্রুয়ারি, ২০২৩

দিলীপ কির্ত্তুনিয়া

বাংলা বইটা

বাংলা বইটা একটু আলাদা রেখো।

বাংলা বইটাতে আমাদের মায়ের ভাষা লেখা।

এই বইটাতে বাংলার দৃশ্য বর্ণনা করা।

এই বইটাতে স্বাধীনতার ইতিহাস লেখা।

রবীন্দ্রনাথ নজরুলে ভরা এই বইটা।

জীবনানন্দের রূপসীতে ছবি আঁকা আঁকা।

বাংলা বইটাও মাটির ব্যাংকের মতো মলাটে ঢাকা

কিন্তু এর মধ্যে যে এক একটা স্বর্ণমুদ্রা...

এর মধ্যে রক্তের বেশ কিছু ফোঁটা।

বাংলার সবুজে গাঁথা আর ফুল ফোটা।

বাংলা বইটা একটু আলাদা রেখো... হে শিশু...

যখন করবে পাঠ শহীদের কথা ভেবে...

মায়ের কথাটি বেশি করে মনে রেখে।

বাংলা বইটা প্রিয় বই হয়ে ওঠে যেন।

বাংলা হাতের লেখাও তোমাদের ভালো হয় যেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close