reporterঅনলাইন ডেস্ক
  ২১ ফেব্রুয়ারি, ২০২৩

সোহরাব পাশা

পোস্টারে রোদগুচ্ছ

পথ থেকে গন্তব্য উধাও

ঘুমুতে পারে না রাত

বর্ণহীন কুৎসিত রাত্রি...

বিলি করে দুঃস্বপ্নের নিষিদ্ধ পোস্টার

ভুলে যায় বিষণ্ন মানুষ ভোরফোটা

স্নিগ্ধ রৌদ্রের কুসুম

দুপুরের গান।

নৈঃশব্দ্যের চিত্রকল্প আঁকে নির্বাসিত পা’

আদিগন্ত ঝুলে থাকে মেঘের বাদুড়

মৃত্যু অস্ফুট শব্দ ঝরে

পাতা ঝরা শব্দের ভেতর

বসন্ত ফোটে না আর

মানুষ ভুলে যায়

নিজস্ব ছায়ার প্রিয় গল্প

প্রিয় সব নামের অক্ষর

নিবিড় স্পর্শের দ্যুতি-ঘ্রাণ

যাপনের রসায়ন।

একদিন-প্রতিদিন তীব্র রাত্রিগুলি ঢেকে যায়

মুখর রোদ্দুরের পোস্টারে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close