
শেখ হাসিনার ভাষণের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি

ছাত্রসমাজের উদ্দেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের সময় জুলাই গণহত্যার ভিডিও, ডকুমেন্টারি, ছবি রাজধানীর প্রতিটি মোড়ে প্রদর্শন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার রাত ৯টায় নতুন এই কর্মসূচি পালন করবে সংগঠনটি।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
এতে লেখা হয়, বাংলাদেশের ছাত্রদের ওপর নৃশংসতম গণহত্যা চালানোর পরে ছাত্রসমাজের উদ্দেশেই দিল্লিতে বসে ভাষণ দেওয়ার মতো ধৃষ্টতা দেখাচ্ছে শেখ হাসিনা। এমন নির্লজ্জতার প্রতিবাদে বুধবার রাত ৯টায় (যখন হাসিনার ভাষণ দেওয়ার কথা) ঢাকা শহরের প্রত্যেক মোড়ে জুলাই গণহত্যার ভিডিও, ডকুমেন্টারি, ছবি প্রদর্শন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আপনারা সারা দেশের প্রত্যেকটি মোড়ে মোড়ে, বাজার-হাটে জুলাই গণহত্যার ভিডিও প্রচার করুন।
এ ছাড়া রাত ৯টায় বাংলাদেশের সব সরকারি-বেসরকারি টিভি চ্যানেলে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর ওপরে বিশেষ বুলেটিন প্রচার করার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।