
০৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকার বায়ু ‘দুর্যোগপূর্ণ’

বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে আজও বাংলাদেশের রাজধানী ঢাকা শীর্ষে অবস্থান করছে। বিশ্বের ১২৩টি শহরের মধ্যে প্রথমে থাকা ঢাকার বায়ু আজ ‘দুর্যোগপূর্ণ’ অবস্থায় রয়েছে।
বুধবার সকাল সোয়া ৮টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
সূচক অনুযায়ী, দূষণ তালিকার শীর্ষে থাকা ঢাকার স্কোর ৩৩০ অর্থাৎ শহরটির বায়ু আজ ‘দুর্যোগপূর্ণ’।
দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকতা। তাদের স্কোর ২৫৭ অর্থাৎ এই শহরের বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’।
১৯২ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর অর্থাৎ শহরটির বায়ু আজ ‘অস্বাস্থ্যকর’।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন