
০৪ ফেব্রুয়ারি, ২০২৫
মিরপুরের টেকপাড়া বস্তিতে আগুন

প্রতীকী ছবি
রাজধানীর মিরপুর ১৪ নম্বর এলাকার টেকপাড়া বস্তিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে একটি রিকশার গ্যারেজ।
মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টায় আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস। ও ইউনিটের প্রায় ৪০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এতে কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে রিকশার গ্যারেজ। পুড়ে যায় কয়েকটি রিকশা।
স্থানীয়রা বলছেন, অটোরিকশার চার্জিং স্টেশন থেকেই আগুনের সূত্রপাত।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন