reporterঅনলাইন ডেস্ক
  ০৪ ফেব্রুয়ারি, ২০২৫

বায়ুদূষণের তালিকায় শীর্ষে ঢাকা

বাতাস খুব অস্বাস্থ্যকর

প্রতিনিধিত্বশীল ছবি

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ ঢাকার অবস্থান শীর্ষে। বাতাসের মানও খুব অস্বাস্থ্যকর।

মঙ্গলবার সকাল ৮টা ৯ মিনিটে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী, ঢাকায় বাতাসের মান ছিল ২৫৩ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়।

এ ছাড়া একিউআই স্কোর ২৪৪ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কিরগিজস্তানের রাজধানী বিশকেক। ২৩৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ইরাকের বাগদাদ। ২২৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ভারতের দিল্লি এবং ২১২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসার।

ঢাকায় বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালির সংক্রমণ এবং বিষণ্নতার ঝুঁকি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close