reporterঅনলাইন ডেস্ক
  ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে বাসচাপায় নিহত ২

প্রতীকী ছবি

মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে বাসচাপায় একটি ট্রাকের চালক ও তার সহযোগী (হেলপার) নিহত হয়েছেন। ঘন কুয়াশার কারণে দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

সোমবার ভোরে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর-সংলগ্ন মুন্সীরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

জানা গেছে, মুন্সীরবাজার এলাকায় সড়কের পাশে ট্রাক দাঁড় করিয়ে চালক ও হেলপার পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল হক বলেন, খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্তারিত পরে বলা যাবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close