
০২ ফেব্রুয়ারি, ২০২৫
৭৮ ফরেস্টারকে বরণ করে নিল ফরেস্টারস অ্যাসোসিয়েশন

নবনিযুক্ত ফরেস্টারদের ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ ফরেস্টারস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. আমিরুল হাছানসহ অন্যরা
বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক কার্যালয় বন ভবনে যোগদান করেছেন ফরেস্টার পদে লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ৭৮ জন ফরেস্টার।
রবিবার (২ ফেব্রুয়ারি) যোগদান করা ৭৮ জন ফরেস্টার ফরেস্ট্রি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট, চট্টগ্রাম থেকে বন বিদ্যায় পড়ালেখা করেন। তরুণ ফরেস্টাররা বন রক্ষায় দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চান বন বিভাগে।
১৮৬১ সালে বন বিভাগের যাত্রা শুরু। ১৮৬১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ১৬৩ বছরের মধ্যে বন বিভাগের প্রথম নারী মিস মিতা তংচঙ্গা ফরেস্টার পদে যোগদান করেন।
নবনিযুক্ত ফরেস্টারদের ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ ফরেস্টারস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. আমিরুল হাছান, যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান এবং সদস্য সচিব খান জুলফিকার আলী। এ সময় কার্যকরী সদস্য আবদুল মুমিন, মো. শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন