টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
৩১ জানুয়ারি, ২০২৫
বিশ্ব ইজতেমার প্রথম দিনে এক মুসল্লির মৃত্যু

ছবি : প্রতিদিনের সংবাদ
বিশ্ব ইজতেমার ময়দানে এক মুসল্লির মৃত্যু হয়েছে। মৃত মুসল্লির নাম আব্দুল কুদ্দুস গাজী (৬০)। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাজার এলাকার বাসিন্দা লোকমান হোসেন গাজীর পিতা।
শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন শুরা নিজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আব্দুল কুদ্দুস গাজী বার্ধক্যজনিত কারণে মারা যান।
হাবিবুল্লাহ রায়হান জানান, সকালে আব্দুল কুদ্দুস গাজী অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পিডিএস/এমএইউ
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন