reporterঅনলাইন ডেস্ক
  ৩০ জানুয়ারি, ২০২৫

পদত্যাগের সিদ্ধান্ত নেইনি, বললেন নাহিদ ইসলাম

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বললেন, পদত্যাগ করার সিদ্ধান্ত নেইনি।

বৃহস্পতিবার একটি দৈনিক পত্রিকায় উপদেষ্টা নাহিদ ও আসিফের পদত্যাগের কথা জানিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। এদিন দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকরা ‘পদত্যাগের’ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে এ কথা জানান তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, আমি বা আসিফ এখনও পদত্যাগের সিদ্ধান্ত নেইনি, নিলে নিজেরাই জানাব।

তিনি বলেন, প্রতিবেদনটি আমার নজরে এসেছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখেছি। পত্রিকা আসলে কোন উৎস থেকে এটা করেছে, সেটা পরিষ্কার করেনি।

নাহিদ ইসলাম বলেন, এ ধরনের (পদত্যাগের) সিদ্ধান্ত এখনও হয়নি। যদি হয় তাহলে আমরা নিজেরাই বলব। রাজনৈতিক দলে অংশগ্রহণের পরিস্থিতি হলে, আমরা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে সেটা আনুষ্ঠানিকভাবেই বলব।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close