reporterঅনলাইন ডেস্ক
  ১৪ জানুয়ারি, ২০২৫

চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন খালেদা জিয়া

ফাইল ছবি

লন্ডনের শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী বিশেষায়িত হাসপাতাল ‘দ্য ক্লিনিকে’ চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, পারিবারিক সান্নিধ্য ও হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া। তার ভিডিও থেরাপি চলছে। বেগম জিয়ার পরবর্তী চিকিৎসা কতটুকু প্রয়োজন সেই বিষয়েই এখন আলোচনা চলছে।

স্থানীয় সময় সোমবার (১৩ জানুয়ারি) হাসপাতালের সামনে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য দেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক।

শুক্রবারের (১৭ জানুয়ারির) মধ্যে সব রিপোর্ট পাওয়া যাবে জানিয়ে ডা. জাহিদ জানান, খালেদা জিয়ার পূর্ণাঙ্গ পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট সোমবার (১৩ জানুয়ারি) আসার কথা থাকলেও তা পিছিয়ে গেছে। আগামী শুক্রবারের (১৭ জানুয়ারির) মধ্যে সব রিপোর্ট পাওয়া যাবে।

নিজের সুস্থতার জন্য বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তার ব্যক্তিগত চিকিৎসক।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার খবর নিতে যুক্তরাজ‍্য বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি হাসপাতালের সামনে ভিড় জমিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও।

তিন বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে গত ৮ জানুয়ারি লন্ডনের শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী বিশেষায়িত হাসপাতাল ‘দ্য ক্লিনিকে’ ভর্তি করা হয়। ওই হাসপাতালের লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
খালেদা জিয়া,লন্ডন,চিকিৎসা,তারেক রহমান
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close