নিজস্ব প্রতিবেদক

  ০৩ জানুয়ারি, ২০২৫

জুলাই বিপ্লব সংকলনের মোড়ক উন্মোচন

রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের হলরুমে ‘ছোটদের সময়’-এর আয়োজনে মোড়ক উন্মোচন ও সেমিনারে অতিথিরা ছবি: প্রতিদিনের সংবাদ।

জুলাই গণঅভ্যুত্থানে ছড়াসাহিত্যের ভূমিকা শীর্ষক আলোচনা ও ছোটদের সময় জুলাই-বিপ্লব সংকলন’ প্রকাশ করেছে শিশু-কিশোর বিষয়ক পত্রিকা ‘ছোটদের সময়’। শতাধিক লেখকের লেখা নিয়ে সম্পাদক মামুন সারওয়ার সংকলনটি প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (৩ জানুয়রি) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের (আমাই) হলরুমে সংখ্যাটির মোড়ক ও সেমিনার অনুষ্ঠিত হয়।

কবি ইমরান মাহফুজের উপস্থাপনায় শিশুসাহিত্যিক ও ছড়াকার ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন আমাই মহাপরিচালক অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামান, কবি ও শিশুসাহিত্যিক মনসুর আজিজ, লেখক ও গবেষক ড. কাজল রশীদ শাহীন, কবি আবিদ আজম, কবি শামস আরেফিন ও শিশুসাহিত্যিক আশিক মুস্তাফা।

ড. কাজল রশীদ শাহীন বলেন, গণঅভ্যুত্থানের পর আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম, সে বাংলাদেশের পথে আমরা কিন্তু হাঁটছি না। এ দায় হলো লেখক-কবি সমাজের। ছড়া শুধু শব্দ বা ছন্দ মেলানো না। আদিকাল থেকে যে ছড়াশক্তি দেখেছি সেটি অভ্যুত্থানে আমরা পাইনি। আমাদের ছড়ার ভেতরে ইতিহাস-ঐতিহ্য, সমাজ-সংস্কৃতিসহ দেশ নির্মাণের প্রেরণা পেতে হবে। কিন্তু এই জায়গা আমরা নেই। তিনি বলেন, পত্রিকায় শিশুদের পাতা সম্পাদনা করতে গিয়ে গভীরভাবে লক্ষ্য করেছি। যেমন ধরুন- ‘আগডুম বাগডুম গোডাডুম সাজে’। এ ছড়া শুধু ছড়া নয় এখানে ‘আগডুম’ দ্বারা বোঝানো হচ্ছে ‘সেই সৈনিক দল যারা রাস্তা পরিষ্কার করে। ‘বাগডুম’ হলো বাগ বিষণ্ন দল, যারা হচ্ছে সীমান্ত রক্ষা করে। বরুড়া সমাজকে এরা রক্ষা করেছে। সেই চেতনা থেকে বলা হচ্ছে ‘আগডুম বাগডুম’ ছড়াটি।

এইভাবে ছড়া নির্মাণ করে তার গভীর থেকে গভীরতর অর্থ আমাদের বুঝিয়ে দিতে হবে।

অনুষ্ঠানে লেখক, নাট্যকার হিসেবে আরো উপস্থিত ছিলেন হুসনি মোবারক, সীমান্ত আকরাম, শাহরিয়ার শাহাদাত, সাইনটা ইসলাম, গাজী মুনসুর আজিজ, কামাল মুস্তাফা ও শাকিব হুসাইন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জুলাই-বিপ্লব সংকলন,‘ছোটদের সময়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close