অনলাইন ডেস্ক
১১ ডিসেম্বর, ২০২৪
ভারতে ডিএনএ নমুনা দিলেন আনারকন্যা ডরিন
ঝিনাইদহের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের কন্যা ফিরদৌস মুমতারিন ডরিন অবশেষে ভারতের কলকাতায় গিয়ে ডিএনএ নমুনা দিয়েছেন।
তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, আনারকন্যার ডিএনএ নমুনা সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ডিএনএ নমুনা এবং দেহাংশ মিলে গেলে অপরাধের জোরালো প্রমাণ হাতে আসবে।
আট মাস আগে কলকাতার নিউটাউনের একটি অভিজাত আবাসনের ফ্ল্যাটে খুন হন আনোয়ারুল আজিম। নিহতের পরিচয় নিশ্চিত করতে তার দেহাংশের সঙ্গে ডিএনএ ম্যাচিংয়ের জন্য পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিল সিআইডি। নানা কারণে তারা সেখানে যেতে পারেননি। ফলে তদন্তের কাজ আটকে ছিল।
পশ্চিমবঙ্গ সিআইডি সূত্র জানায়, উদ্ধার হওয়া দেহাংশ যে সংসদ সদস্যেরই হোক, তা নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা জরুরি ছিল।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন