অনলাইন ডেস্ক
১০ ডিসেম্বর, ২০২৪
আবদুল মোমেন দুদকের নতুন চেয়ারম্যান
মোহাম্মদ আবদুল মোমেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন। তিনি সদ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগের জ্যেষ্ঠ সচিবের পদ থেকে পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে দুদকের নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছেন। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে তাকে কমিশনার নিয়োগ দেওয়া হয়। আবদুল মোমেন আগামী পাঁচ বছর এ দায়িত্বে থাকবেন।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন