অর্থনৈতিক শুমারি মঙ্গলবার শুরু
দেশের চতুর্থ অর্থনৈতিক শুমারি মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে। ১৫ দিনব্যাপী এই শুমারির তথ্য সংগ্রহের কাজ চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত।
এবারের শুমারিতে অনেক কিছু সংযোজন করা হবে। দেশের চার কোটি হাউজহোল্ডের মধ্যে ১ কোটি ২২ লাখ ইকোনমিক হাউজহোল্ড আছে, এখান থেকে তথ্য সংগ্রহ করা হবে। দেশে যত ইকোনমিক ইউনিট আছে, কোনো ইউনিট বাদ যাবে না। ভ্যানগাড়িতে যিনি সবজি বিক্রি করেন তিনিও বাদ যাবেন না। দেশে অনেক অনলাইন ব্যবসায়ী ইউনিট গড়ে উঠেছে, সেগুলোও গণনা করা হবে।
সোমবার (৯ ডিসেম্বর) অর্থনৈতিক শুমারি ২০২৪ প্রকল্প নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে শুমারির বিস্তারিত তুলে ধরেন জনশুমারি প্রকল্পের ডেপুটি প্রকল্প পরিচালক মিজানুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।