অনলাইন ডেস্ক
০৬ ডিসেম্বর, ২০২৪
পল্লবীতে গ্যাসের আগুনে দগ্ধ আরো একজনের মৃত্যু
রাজধানীর পল্লবীতে গ্যাসের আগুনে সাতজন দগ্ধের ঘটনায় আব্দুল্লাহ (১৩) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪। এবার বাবা, মা, ছেলের পর মারা গেলেন আরেক ছেলে।
শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে মারা যায় আব্দুল্লাহ।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, আব্দুল্লাহর শরীরের ৩৮ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে শিশুটির মা রুমা আক্তার, বাবা আব্দুল খলিল ও ছেলে মোহাম্মদ (১০) মারা যায়।
এদিকে দগ্ধদের মধ্যে শাহজাহান (৩৫)-কে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
দগ্ধ আব্দুল্লাহ মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার গ্রামের মৃত খলিলের ছেলে। তিন ভাইয়ের মধ্যে আব্দুল্লাহ ছিল বড়।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন