reporterঅনলাইন ডেস্ক
  ০৪ ডিসেম্বর, ২০২৪

ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ডিএমপির ১৮১২ মামলা

রাজধানীতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

অভিযানে একদিনে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ১৮১২টি মামলা করেছে সড়কে শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা এই বাহিনী।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, অভিযানে মামলা ছাড়াও ২৭টি গাড়ি ডাম্পিং ও ৩৯টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close