reporterঅনলাইন ডেস্ক
  ২৯ নভেম্বর, ২০২৪

২৮তম বিসিএস প্রশাসন ক্যাডার কার্যনির্বাহী কমিটি : সভাপতি জামিলা ও সাধারণ সম্পাদক মোর্শেদ

ছবি : প্রতিদিনের সংবাদ

২৮ তম বিসিএস প্রশাসন ক্যাডারের কার্যনির্বাহী কমিটির নির্বাচন গতকাল অনুষ্ঠিত হলো।

২৭ নভেম্বর সকাল থেকে ২৮ নভেম্বর ২০২৪ সকাল ১০টা পর্যন্ত অনলাইনে ভোট গ্রহণ করা হয়। ২০১ জন সদস্যের মধ্যে ১৯১ জন সদস্য অনলাইনে ভোটের মাধ্যমে ১৭ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি নির্বাচন করেন।

নির্বাচনে ১০০ ভোট পেয়ে সভাপতি পদে জয়ী নির্বাচিত হন জামিলা শবনম। সর্বোচ্চ ১৩৮ ভোট পেয়ে ভাইস প্রেসিডেন্ট-১ নির্বাচিত হন খন্দকার মুশফিকুর রহমান, ভাইস প্রেসিডেন্ট-২ নির্বাচিত হন সুবর্ণা সরকার, যুগ্ম সম্পাদক পদে মো. ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক পদে মামুন আল ফারুক, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে দীপক কুমার রায়, কল্যাণ সম্পাদক পদে মো. মামুন, নির্বাহী সদস্য পদে মোঃ মামুন বিজয়ী হন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভুইয়া, অর্থ সম্পাদক পদে মামুন আল ফারুক, যোগাযোগ সম্পাদক শামীম ইসলাম, তথ্যপ্রযুক্তি সম্পাদক এ এইচ এম মাহফুজুর রহমান, আইন সম্পাদক দীপঙ্কর রায়, সহ- অর্থ সম্পাদক মোঃ নুরুল হুদা, কার্যনির্বাহী সদস্য-১ চৌধুরী আশরাফুল করিম, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন ও দপ্তর সম্পাদক পদে মোঃ শহিদুল ইসলাম নির্বাচিত হন।

২০২৪-২৬ দুই বছর মেয়াদের জন্য এই কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাধারণ সম্পাদক মোর্শেদ,সভাপতি জামিলা,২৮তম বিসিএস প্রশাসন ক্যাডার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close