অনলাইন ডেস্ক
২৭ নভেম্বর, ২০২৪
নিউ মার্কেট এলাকায় দোকানে আগুন
ঢাকার নিউ মার্কেট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১০টা ৫৬ মিনিটের দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা আজ রাত ১০টা ৫৬ মিনিটে আগুন লেগেছে বলে সংবাদ পেয়েছি। আমাদের টিম রাস্তায় আছে।
ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢাকা কলেজের পাশে একটি দোকানে আগুন ছিল। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুন নিভে যায়।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন