নিজস্ব প্রতিবেদক
আন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সমাজের ৮ দফা দাবি
সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম সংযুক্ত করাসহ আট দফা দাবি জানিয়েছে আন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সমাজ।
গতকাল সোমবার (২৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক মোহাম্মাদ শাহরীয়ার আলম ও সদস্যসচিব নুরুল্লাহ মাহমুদ।
সংবাদ সম্মেলনে আরো যেসব দাবি জানানো হয়েছে, রাষ্ট্রধর্ম ইসলামকে সংবিধানে ধারণ করতে হবে।
কুরআন ও সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো ধারা সংবিধানে থাকবে না। কেউ ধর্ম অবমাননা করলে ও নবি হজরত মুহাম্মদ রসুলুল্লাহ (সা.) নিয়ে কটূক্তি করলে স্বল্প সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সংবিধানে অনুচ্ছেদ রেখে আলেম-ওলামাদের ফতুয়া প্রদানের অধিকার রাখতে হবে। মুসলিম কে বা কারা তার স্পষ্ট ব্যাখ্যা সংবিধানে রাখতে হবে। যেন কাদিয়ানীরা নিজেদেরকে মুসলিম দাবি না করতে পারে। সংবাদ সম্মেলনে মো. শাহরীয়ার আলম বলেন, ১৯৭২ সালে রচিত ও গৃহীত মুজিব বাদী সংবিধান একটি ধর্মদ্রোহী সংবিধান। সংবিধানের চারটি মূলনীতির মধ্যে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা দেশের সংখ্যাগুরু সম্প্রদায়ের ধর্মীয় চেতনার সঙ্গে সাংঘর্ষিক।