reporterঅনলাইন ডেস্ক
  ২৬ নভেম্বর, ২০২৪

মেডিকেলে ভর্তি : দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের কাটা যাবে তিন নম্বর

দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের প্রাপ্ত ফলাফল থেকে তিন নম্বর কাটা হবে। এছাড়া প্রথমবার ভর্তি হয়ে যারা দ্বিতীয়বার পরীক্ষায় অংশগ্রহণ করছেন, এমন শিক্ষার্থীদের কাটা হবে ছয় নম্বর।

মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ ও ইউনিটের জন্য ‘এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫’-এ এসব তথ্য জানানো হয়।

নীতিমালা অনুযায়ী, দ্বিতীয়বার মেডিকেলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের এইচএসসি বা সমমান পরীক্ষায় পাস প্রার্থীদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বর থেকে তিন নম্বর কাটা হবে। এছাড়া আগের বছর যারা সরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ভর্তি হয়েছেন, এমন পরীক্ষার্থীদের ক্ষেত্রে সর্বমোট নম্বর থেকে ছয় নম্বর কাটা হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মেডিকেলে ভর্তি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close