জাতীয় নাগরিক কমিটি
পরিধি বাড়ল, যুক্ত হলেন সারজিসসহ আরো ৪৫ জন
জাতীয় নাগরিক কমিটির পরিধি আরো বাড়ানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমসহ আরো ৪৫ জনকে কেন্দ্রীয় সদস্য করে নিয়েছে জাতীয় নাগরিক কমিটি। সারজিস ছাড়াও জয়নাল আবেদীন শিশির, প্লাবন তারিক, শেখ তাসনিম আফরোজ ইমি ও আরিফুর রহমান তুহিনকেও কমিটিতে রাখা হয়েছে।
‘রাষ্ট্র পুনর্গঠন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত সফল করার লক্ষ্যে’ আত্মপ্রকাশের আড়াই মাসের মাথায় এ প্ল্যাটফর্মের কেন্দ্রীয় সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ১০৭ জনে।
সোমবার রাতে কমিটির আহ্বায়ক মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সদস্য বাড়ানোর কথা জানানো হয়। সেখানে বলা হয়, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটি বর্ধিতকরণের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে নিম্নোক্ত ব্যক্তিদের কেন্দ্রীয় সদস্য ঘোষণা করা হলো।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শেখ হাসিনার পতনের পর নতুন রূপে আত্মপ্রকাশ ঘটে জাতীয় নাগরিক কমিটির। একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পুনর্গঠনের জন্য ঐকমত্য গঠনের লক্ষ্যে প্রতিষ্ঠিত ৫৫ সদস্যের এ সংগঠনটির আহ্বায়ক করা হয় নাসীরুদ্দীন পাটওয়ারীকে এবং সদস্য সচিব করা হয় আখতার হোসেনকে। সেই কমিটির পরিধি বাড়িয়ে নতুন ৪৫ জনকে যুক্ত করা হলো।