ডিআইইউ প্রতিনিধি
তামান্না ও রাহাতের নেতৃত্বে ডিআইইউ ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের নবযাত্রা
দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে 'ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব' এর যাত্রা শুরু হয়েছে৷ ২৭ সদস্য বিশিষ্ট এ ক্লাবে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী তামান্না ফেরদৌস এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাহাত রহমান৷
আজ সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ক্লাবের উপদেষ্টাদের সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়।
ক্লাব সূত্রে জানা গেছে, এ ক্লাবে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন সেন্টার ফর এক্সিলেন্স এন্ড ক্যারিয়ার ডেভলপমেন্টের পরিচালক এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আনিসুর রহমান৷ এছাড়া উপদেষ্টা প্যানেলে রয়েছে আরও পাঁচজন প্রভাষক৷ তারা হলেন - অধ্যাপক মাইনুল ইসলাম, রুবিনা আরফিন সোমিয়া, সানজিদা আবেদিন রাফা, ইফাত বিনতে মিজান শুক্তি ও মো. রেদোয়ান ইসলাম।
ক্লাবের অন্যান্য সদস্যরা হলেন - সহ সভাপতি নজরুল ইসলাম শাওন (সমাজবিজ্ঞান), তাহেরা ইসলাম তনিমা (সিভিল), সহ-সাধারণ সম্পাদক মো. হাসান আল বান্না (সমাজবিজ্ঞান), সাংগঠনিক সম্পাদক মো. শাহাদাত হোসেন সুফল (আইন), যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. আবির হোসেন (অর্থনীতি), অর্থ সম্পাদক মো. সিদরাতুল মুনতাহা রাকিন (অর্থনীতি), অফিস সম্পাদক ফয়সাল হোসেন চৌধুরী (আইন), বিতর্ক সম্পাদক উম্মে আরা মাহিনুর ইশতিয়া (সিএসই), সাংস্কৃতিক সম্পাদক শাহজাদি বিন্তে আলম (সিএসই), যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক হামিদা (অর্থনীতি), ক্রীড়া সম্পাদক আহমেদ মিশাল (সিভিল), গণমাধ্যম ও যোগাযোগ সম্পাদক ফাইজা ইমাম (বিবিএ), যুগ্ম গণমাধ্যম ও যোগাযোগ সম্পাদক মোস্তাকিমা রহমান বিনীতা (সমাজবিজ্ঞান), জনসংযোগ ও বিপণন সম্পাদক ফারহানা আলম রিয়া (ইংরেজি), যুগ্ম জনসংযোগ ও বিপণন সম্পাদক সৌমিত্র রক্সিত (সিএসই), ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক মাহমুদুল হাসান মুন্না (রাষ্ট্রবিজ্ঞান), যুগ্ম ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক মো. মিরাজুল ইসলাম রাজ (ইংরেজি), পরিকল্পনা ও উদ্ভাবন সম্পাদক খাদিজা আক্তার জারা (ইংরেজি), ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি সম্পাদক মো. রাব্বি সরকার (সিএসই), যুগ্ম ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি সম্পাদক মো. জাকিরুল ইসলাম (ইইই), আব্দুল্লাহ আল বেলাল (বায়োকেমিস্ট্রি), সদস্যপদ ও নিয়োগ সম্পাদক মেহেদী হাসান (সিএসই), যুগ্ম সদস্যপদ ও নিয়োগ সম্পাদক মো. সাব্বির হোসেন সুজা (ফার্মাসি), কার্যনির্বাহী সদস্য মো. রাকিবুল ইসলাম (ইংরেজি) ও আতকিয়া আমিনা (মাইক্রোবায়োলজি)।
এ বিষয়ে ক্লাবটির সভাপতি তামান্না ফেরদৌস বলেন, আমরা চাই ক্লাবটি হবে একটা নতুন মডেল৷ ইংরেজি ভাষাকে সঠিকভাবে রপ্ত করার পাশাপাশি সেটার প্রয়োগে আমাদের ঘাটতি স্পষ্ট আমরা সেখানেই কাজ করতে চাই৷
এ বিষয়ে ক্লাবের প্রধান উপদেষ্টা মো. আনিসুর রহমান বলেন, আমাদের প্রধান উদ্দেশ্য-শুদ্ধ ও সাবলীলভাবে ইংরেজি ভাষা নিজে শেখা এবং অন্যকে শেখানো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের সদস্যরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করবে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে। এ ক্লাবের সদস্যরা দেশের মধ্যে সঠিক ইংরেজি চর্চার বিকাশে কাজ করবেন। এছাড়া ক্লাবের কার্যক্রমের পরিধিও ভবিষ্যতে আরও বাড়বে বলে বিশ্বাস করি।
তিনি আরও বলেন, ক্লাবের সদস্যরা সার্বিক ইংরেজির দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নেতৃত্বচর্চার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।
উল্লেখ্য, ইংরেজি ভাষা শেখার পাশাপাশি বাস্তব জীবনে ভাষার যথার্থ প্রয়োগ, উচ্চারণ পদ্ধতি, অনুশীলনসহ নানা বিষয় সামনে রেখে ক্লাবটি যাত্রা শুরু করেছে৷