গাজী শাহনেওয়াজ, বাকু (আজারবাইজান) থেকে

  ১৪ নভেম্বর, ২০২৪

প্রধান উপদেষ্টাকে প্রেসিডেন্ট আলিয়েভ

ঢাকায় দূতাবাস খুলতে আগ্রহী আজারবাইজান

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে।

দ্বিপাক্ষিক এই সভায় বাংলাদেশের রাজধানী ঢাকায় আজারবাইজানের দূতাবাস খোলার বিষয়ে দেশটি সম্ভাব্য উপায়ের পথ অন্বেষণ করছে বলে আশ্বস্ত করা হয় প্রধান উপদেষ্টাকে।

বৃহস্পতিবার বাকুতে কপ-২৯ বৈশ্বিক জলবায়ু সম্মেলনের ফাঁকে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে প্রেসিডেন্ট আলিয়েভ এ মন্তব্য করেন।

দ্বিপাক্ষিক এই সাক্ষাৎতে ইলহাম আলিয়েভ জানিয়েছেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করবে এবং বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

আজারবাইজানের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের সঙ্গে একটি ব্যাপক চুক্তি স্বাক্ষরের জন্য আজারবাইজানের সরকারের একটি উচ্চ পর্যায়ের দল আগামী বছরের শুরুতে বাংলাদেশ সফর করবে।

তিনি বলেন, তার দেশ বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী এবং ঢাকায় একটি দূতাবাস খোলার সম্ভাবনা অন্বেষণ করছে, কারণ উভয় দেশ ব্যবসা, বাণিজ্য এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্রমবর্ধমান সুযোগ দেখতে পাচ্ছে।

প্রেসিডেন্ট আলিয়েভ ছাত্র-নেতৃত্বাধীন জুলাই-আগস্ট বিপ্লবের প্রশংসা করে বলেন, তিনি কয়েক মাস ধরে বাংলাদেশে ঘটনাগুলো অনুসরণ করছেন।

তিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে বলেন, তার নেতৃত্বে বাংলাদেশ উন্নতি ও সমৃদ্ধি অর্জন করবে। প্রেসিডেন্ট আলিয়েভ বলেন, আপনার কাজটি খুবই চ্যালেঞ্জিং। কিন্তু আমি জানি, আপনিই সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারেন।

ড. ইউনূসও দুদেশের মধ্যে সম্পর্ক জোরদার করার আহ্বান জানান। তিনি বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য, জনগণের মধ্যে মিথস্ক্রিয়া এবং বড় আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা বৃদ্ধি পেলে উভয় দেশই সমৃদ্ধ হতে পারে।

প্রধান উপদেষ্টা তেলসমৃদ্ধ মধ্য এশিয়ার দেশগুলোতে আরো বেশি বাংলাদেশির জন্য কাজের সুযোগের ওপর জোর দেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইলহাম আলিয়েভ,ড. ইউনূস,ঢাকায় দূতাবাস,আজারবাইজান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close