নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর, ২০২৪
সাবেক এমপি আলী আজম মুকুল গ্রেপ্তার
আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের ভাতিজা ও ভোলা-২ আসনের (দৌলতখান-বোরহানউদ্দিন) সাবেক সংসদ সদস্য (এমপি) আলী আজম মুকুলকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ বুধবার (১৩ নভেম্বর) রাতে রাজধানীর মোহাম্মপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন।
তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
আলী আজম মুকুল ২০১৪ সালে ভোলা-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করলে এমপি পদ হারান তিনি।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন