রাজধানীতে ছেলের ছুরিকাঘাতে মা নিহত
রাজধানীর উত্তরার বাউনিয়া এলাকায় ছেলের ছুরিকাঘাতে দিনু বেগম (৪০) নামে আহত এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহতের স্বামী নুরুল আমিন জানান, তার ছেলে জিহাদ (২৫), তেমন কোনো পেশায় যুক্ত না হলেও মাঝেমধ্যে কিছু কাজ করতেন। আজ ভোর ৫টার দিকে জিহাদ তার মায়ের কাছে টাকা চান। টাকা না দেওয়ায় মাকে ছুরিকাঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় দিনু বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর থানায়। উত্তরার বাউনিয়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকেন। দিনু বেগম বাসাবাড়িতে কাজ করতেন। নুরুল আমিন রাজমিস্ত্রির সহকারী। তাদের তিন মেয়ে ও দুই ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।