অনলাইন ডেস্ক
০৬ নভেম্বর, ২০২৪
বায়ুদূষণের তালিকায় ১৪ নম্বরে ঢাকা
বায়ুদূষণের তালিকায় শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে ১৪ নম্বরে।
বুধবার সকাল ৮টা ৩৪মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
বিশ্বের বায়ুদূষণ তালিকার শীর্ষে অবস্থান করা লাহোরের দূষণ স্কোর ৯৯৫ অর্থাৎ এই শহরের বাতাস বিপজ্জনক পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা দিল্লির দূষণ স্কোর ৩৬২ অর্থাৎ সেখানকার বাতাসও বিপজ্জনক পর্যায়ে রয়েছে।
অপরদিকে, ১৪তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। এই শহরের দূষণ স্কোর ১২০ অর্থাৎ সংবেদনশীল গোষ্ঠীর জন্য এখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন